How to get Covid-19 test report: কবে কবে করোনা পরীক্ষা করিয়েছিলেন? একটি পোর্টালেই পেয়ে যাবেন সব পুরনো রিপোর্ট

কীভাবে রিপোর্ট পাবেন, তা দেখে নিন।

করোনাভাইরাস মহামারী শুরুর পর আরটি-পিসিআর টেস্ট করেছেন? সেই রিপোর্ট চান? এবার সেই রিপোর্ট মিলবে একটি পোর্টালেই। শুধু একবারের নয়, করোনা মহামারী শুরুর পর থেকে যতবার আরটি-পিসিআর টেস্ট করেছেন, প্রতিবারের রিপোর্ট ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) পোর্টালে পাবেন।

কীভাবে রিপোর্ট পাবেন?

ট্রেন্ডিং স্টোরিজ

বিহারের নালন্দায় বিষমদ কাণ্ড ঘিরে চাঞ্চল্য। ছবি সৌজন্য এএনআই।
মদ্যপান নিয়ে কঠোর বিধির মাঝে বিহারে বিষমদ-কাণ্ড ঘিরে চা ….
রাম মন্দিরের প্রস্তাবিত মডেল। (ছবি সৌজন্য, টুইটার @ShriRamTeerth)
২৪ ঘণ্টাই কাজ চলছে, এপ্রিলে শুরু রাম মন্দিরের মূল কাঠাম ….
কঙ্গনা রানাউতের গালের থেকে মসৃণ রাস্তা নির্মাণের কথা বলে বিতর্কে জড়ালেন কংগ্রেস বিধায়ক (ছবি সৌজন্যে এএআই)
‘কঙ্গনার গালের থেকে মসৃণ রাস্তা তৈরি করব’, বিতর্কিত মন্ ….
পঞ্জাবের ৮৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রে
পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা বজায় রেখেই ….
১) Covid-19 Report Portal বা https://report.icmr.org.in/dash.php-এ পোর্টালে যান।

২) নিজের রেজিস্টার্ড ফোন নম্বর দিন। যে নম্বর করোনা পরীক্ষার সময় দিয়েছিলেন। ‘Get OTP’-তে ক্লিক করুন।

৩) কো-উইন থেকে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি আসবে।

৪) সেই ওটিপি লিখে ‘Verify and Proceed’-এ ক্লিক করুন।

৫) নয়া একটি পেজ খুলে যাবে। সেই পেজে নাম, বয়স এবং লিঙ্গ দেখাবে। পাশে ‘History’ থাকবে। তাতে ক্লিক করুন।

৬) নতুন একটি পেজ খুলে যাবে।

৭) তাতে আপনার আরটি-পিসিআর টেস্টে আইডি, কবে নমুনা সংগ্রহ করা হয়েছিল, কবে নমুনা এসেছিল ল্যাবে, কবে নমুনা পরীক্ষা করা হয়েছিস, রিপোর্ট কী হয়েছিল, তা উল্লেখ করা থাকবে। সঙ্গে একটি ‘Action’ লেখা থাকবে। তার নীচে ডাউনলোডের অপশন থাকবে। তাতে ক্লিক করুন। রিপোর্ট খুলে যাবে।

৮) সেই রিপোর্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন বা ফোনে পিডিএফ হিসেবে রেখে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.