দক্ষিণ কলকাতার কসবার পুরনো থানামোড় এলাকায় ভেঙে পড়ল পুরনো থানাটিরই একাংশ। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ভেঙে পড়ে পরিত্যক্ত এই বাড়ির একটি অংশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়েছে। বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল শব্দ শুনে বাইরে বেরিয়ে এলাকার বাসিন্দারা দেখেন, রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরো।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কসবা থানা স্থানান্তরিত হওয়ার পর দীর্ঘ দিন ধরেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এই বিষয়ে স্থানীয়রা তাঁদের ক্ষোভের কথাও জানিয়েছিলেন। স্থানীয় এক বাসিন্দার কথায়, বাড়িটির জন্য এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছিল। অন্য আর এক বাসিন্দা জানালেন, বাড়িটি এমন বিপজ্জনক অবস্থায় ছিল, যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারত। এই ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা। ঘটনাস্থলে এসেছেন দমকল কর্মীরা। তাঁরা সামনের রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে সিইএসসি।