গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। ঘটনাটি বুধবার রাত ১১টা নাগাদ হাওড়ার ঘোষ পাড়া পেট্রল পাম্পের সামনে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখম অবস্থায় জয়ন্তকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা যান ঘটনাস্থলে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জয়ন্তের হাতে গুলি লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই আধিকারিকের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়। গাড়িটিকে আটক করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই আধিকারিককেও। ওই মহিলার সঙ্গে জয়ন্তের কী সম্পর্ক, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।