লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ভিন্ন কায়দায় মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছে রাজনৈতিক দলের প্রার্থীরা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ভোট প্রচারে বেরিয়ে মাঠে নেমে ধান কাটলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কথা বলেন এলাকার চাষিদের সঙ্গে। এলাকার মানুষের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করলেন তিনি।
তাঁর বক্তব্য, কৃষকদের কষ্ট শুধুমাত্র বিজেপি সরকারই বোঝে তাই কৃষকদের জন্য যা কিছু করেছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার শুধুমাত্র তা প্রচার করে যাচ্ছে। হিরণের বক্তব্য, তার পরিবার কৃষক পরিবার, তাই কৃষকের কষ্টও তিনি বোঝেন। আর বর্তমান সময়ে কৃষকরা কী অবস্থায় আছে তা বোঝার জন্যই প্রায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও ধান কাটতে মাঠে নামেন। এভাবেই কেশপুরের চাষিদের মন জয় করার চেষ্টা করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ।