মন্ত্রী সত্যজিৎ বর্মন ঘনিষ্ঠ তৃণমুল নেতা তথা হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃনমুল কংগ্রেস দলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে দোষী সাব্যস্ত করল আদালত। নাবালিকাকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
এক নাবালিকাকে অপহরন ও ধর্ষনের অভিযোগে দোষী সাবস্ত হওয়া এক তৃণমুল নেতাকে বুধবার সাজা শোনালেন রায়গঞ্জ আদালতের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক বসন্ত শর্মা। আদালত সুত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সোহরাব আলী। তাঁর বাড়ি হেমতাবাদের রনহাট্টা এলাকায়।
জানা গিয়েছে ২০০৪ সালের হেমতাবাদ থানা এলাকার একটি স্কুলের সামনে থেকে এক নাবালিকাকে অপহরন করে কালিয়াগঞ্জ হয়ে কলকাতায় নিয়ে যায় ওই ব্যক্তি। সেখানে চার দিন একটি ঘরে আটকে রেখে ওই নাবালিকাকে ধর্ষন করে সে।
ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত ব্যক্তি। দুই পক্ষের মোট বারো জন সাক্ষ্যপ্রমাণ দেওয়ার পরে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। বুধবার তার সাজা ঘোষণা হয়।