শিল্পপতি মুকেশ অম্বানী-র বাড়ির সামনে বিস্ফোরক উদ্ধারকাণ্ডে পুলিশকর্মী সচিন ভাজ়ের গ্রেফতারের পরই তড়িঘড়ি বদলি করা হল মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংকে। নতুন কমিশনার পদে দায়িত্ব নিচ্ছেন হেমন্ত নাগরালে। বুধবার টুইটে এমনটাই জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।অনিল দেশমুখ জানান, পরমবীর সিংকে সরিয়ে পুলিশ কমিশনার পদে বসানো হচ্ছে হেমন্ত নাগরালেকে। এবার থেকে মহারাষ্ট্রের হোম গার্ড দফতরের দায়িত্ব সামলাবেন পরমবীর সিং। মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর জেনারেল হেমন্ত নাগরালে দায়িত্ব সামলাবেন পুলিশ কমিশনারের। এছাড়াও রাজনীশ শেঠ এডিজিপির দায়িত্ব সামলাবেন। সঞ্চয় পাণ্ডে রাজ্যের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।সূত্র মারফত জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার কাণ্ডের তদন্তে পুলিশ অফিসার সচিন ভাজ়ের নাম জড়াতেই আধিকারিকদের দায়িত্বভারে পরিবর্তন আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও এনেছেন এনআইএ।
ইতিমধ্যেই অভিযোগ আনা হয়েছে যে, সচিন ভাজ়ে শিবসেনার সদস্য হওয়ায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁকে আড়াল করার চেষ্টা করছেন। অন্যদিকে, ঠাকরে সরকারের তরফেও অভিযোগ করা হয়েছে যে, সম্প্রতি এক বিখ্যাত সাংবাদিককে গ্রেফতার করেছিলেন সচিন। তারপর থেকেই হিটলিস্টে ছিলেন সচিন। প্রসঙ্গত, এর আগে, শিনা বোরা মামলার সময় রাকেশ মারিয়াকে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে হোম গার্ড বিভাগে স্থানান্তর করা হয়েছিল। তাঁর জায়গায় প্রতিস্থাপন করা হেমন্ত নাগরালেকে।
2021-03-18