উত্তরবঙ্গে এখনই থামছে না ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি। আগামী সোমবার (১৬ অগস্ট) পর্যন্ত রাজ্যের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশ্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বিহার থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে উপরে বিস্তৃত আছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারত এবং হিমালয়ের পাদদেশীয় বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আজ (বৃহস্পতিবার) উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭০-২০০ মিলিমিটার) হতে পারে। বাকি তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেখানে বৃষ্টির পরিমাণ কম হবে। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামিকাল (শুক্রবার) থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধুমাত্র মালদহে আগামিকাল থেকে কোনও সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন কোনও পূর্বাভাস নেই। তবে আজ (বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আছে। আগামিকাল দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বর্ষণ হতে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ।