পূর্বাভাস ছিলই, সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বৃষ্টি এতটাই হয়েছে যে, জলের নীচে চলে যায় দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। ঘূর্ণিঝড় ‘তকত’ ও পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে বিগত ২৪ ঘন্টার মধ্যে রেকর্ড পরিমানে বৃষ্টি হয়েছে দিল্লিতে। সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত দিল্লিতে বৃষ্টির পরিমান ১১৯.৩ মিলিমিটার, দিল্লিতে এই পরিমানে বৃষ্টি মে মাসে এই প্রথম।
বৃহস্পতিবার সকালের ভারী বৃষ্টিতে দিল্লির ধৌলা কুয়া এলাকায় জল জমে যায়, জলমগ্ন হয়ে পড়ে সুপ্রিম কোর্টের কাছে গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে জবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, “বুধবার সকাল ৮.৩০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ১১৯.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে, মে মাসের জন্য যা নতুন রেকর্ড। বৃষ্টির সৌজন্যে বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম।
2021-05-20