আরিয়ানের আসন্ন কাজের ঝলক নিয়ে হইচই তুঙ্গে। এই সবের মধ্যেই নাকি বড় অস্ত্রোপচার হয়েছে শাহরুখ খানের। পুত্রের আসন্ন ওয়েব সিরিজ় সংক্রান্ত একটি অনুষ্ঠানে এসে নিজেই জানালেন বাদশা। পাশাপাশি, পুত্রকে ভালবাসা দেওয়ার আর্জি রাখলেন তিনি।
সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ। সেই ছবিতে বেশ কিছু লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। শুটিং-এর সময়েই বেশ গুরুতর চোট পান। তার পরেই হাতে হয়েছে বড় রকমের অস্ত্রোপচার। কিছু দিন আগেই ‘জওয়ান’ ছবির সুবাদে জাতীয় সম্মান লাভ করেন শাহরুখ। সেই সম্মাননা অনুষ্ঠানে যেতে পারেননি তিনি। তবে বাড়ি থেকে ভিডিয়োর মাধ্যমে দর্শককে কৃতজ্ঞতা জানান অভিনেতা।
পরনে সম্পূর্ণ কালো রঙের প্যান্ট ও ব্লেজ়ার। হাতে আর্ম স্লিং। বুধবার আরিয়ানের সিরিজ়ের অনুষ্ঠানে এই বেশেই হাজির হয়ে শাহরুখ বলেন, “একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।”
রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই এই দিনও রসিকতা করেই বাদশা বলেন, “এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার পিছনে চুলকোলে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।” শাহরুখের এই মন্তব্যে হাসির রোল ওঠে। কিন্তু দুই হাত না থাকায় সমস্যা একটাই। দর্শকের পছন্দের সেই চেনা কায়দায় দুই হাত মেলে ধরতে পারছেন না তিনি। কিন্তু মন থেকে দর্শকের প্রতি অগাধ ভালবাসা রয়েছে বলে জানান শাহরুখ।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ানের সিরিজ়ের ঝলক দেখে মুগ্ধ দর্শক। এটিই আরিয়ানের প্রথম পরিচালনা। তবে ঝলকে দেখা গিয়েছে পরিচালককেও। দর্শকের দাবি, আরিয়ানকে অবিকল শাহরুখের মতোই দেখতে লাগছে। তাই এই দিন মঞ্চে বাবা ও ছেলেকে একসঙ্গে দেখে স্তব্ধ হয়ে যান উপস্থিত দর্শক। পুত্র সম্পর্কে বাবা শাহরুখের আর্জি, “আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।”
সিরিজ়টির প্রযোজনা করেছেন গৌরী খান। এই দিন মঞ্চে তাই একসঙ্গে দেখা যায় বাবা-মা ও পুত্র, তিন জনকেই।