শনিবার সৈকত নগরী দিঘার রাস্তা পাশে অবৈধ ভাবে বসে থাকা ঝুঁপড়ি ও অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযানে নামে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারীকরা। কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে মজুত ছিল দিঘা থানার বিশাল পুলিশ বাহিনী।
সৈকত নগরীকে সুন্দর ও স্বচ্ছ রূপ প্রদানে উদ্যোগী প্রশাসন। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত শনিবার রাস্তার দু’ধারে অবৈধ ভাবে যেসব হকাররা রাস্তা দখল করে ব্যবসা করছিল তাদের উচ্ছেদ অভিযানে যান পর্ষদের আধিকারিকরা। রাস্তা দখল করে ব্যবসা করায় দিঘায় আগত পর্যটকদের যাতায়াতের ভীষণ সমস্যা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। ভিন রাজ্য শুধু নয়, ভিন দেশের বহু পর্যটক সৈকত নগরী দিঘায় বেড়াতে আসেন। রাস্তার দু’ধারে যত্রতত্র অবৈধভাবে জায়গা দখল করে যে সমস্ত হকাররা বসেছে তাদের সরে যাওয়ার জন্য বলা হলেও তারা কোনো গুরত্ব দেয়নি। সেই কারণেই এহেন কড়া পদক্ষেপ নিল প্রশাসন।
এই প্রসঙ্গে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হেড ক্লার্ক চন্দন কর্মকার বলেন, “দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগে থেকে ব্যবসায়ীদের জানানো হয়েছিল। তারা কোনো নির্দেশের মান্যতা দেয়নি।”