উত্তরপ্রদেশে হাথরসে মর্মান্তিক দুর্ঘটনা। শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি। ইতোমধ্যেই এক স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২।
2/6
বহু মহিলা-সহ শিশু বেঘোরে প্রাণ হারিয়েছে।
3/6
ইনি হলেন নারায়ণ সাকার হরি, যিনি মহাবদেবের ধর্মোপদেশ দিতে এসেছিলেন হাথরসে। সূত্রের খবর, ১০ থেকে ১২ বছর আগে, তিনি খোদা কলোনি, নয়ডা থেকে ৫ জন সেবক নিয়ে ব্যবসা শুরু করেছিলেন।
4/6
উত্তরপ্রদেশ সরকার মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
5/6
অন্যদিকে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, ‘এই দুঃসময়ে সমালোচনা না করে সরকারের পাশে থাকা উচিত’।
6/6