Hardik Pandya, IND vs NZ: ভুল সিদ্ধান্তের শিকার হয়ে বোল্ড হার্দিক! কাঠগড়ায় আম্পায়ার

ভারতের (India) মাটিতে ফের একবার কাঠগড়ায় আম্পায়ার। নিউজিল্যান্ডের (New Zealand)বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চলাকালীন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আউট ঘিরে দেখা দিল তীব্র বিতর্ক। হার্দিককে বোল্ড আউট দেওয়া হয়েছে। রিপ্লে-তে পরিষ্কার দেখা গিয়েছে যে, উইকেটকিপার টম ল্যাথামের (Thomas Latham) গ্লাভসে লেগে বেল মাটিতে পড়েছে। সেই ঘটনার রিপ্লে একাধিকবার দেখার পরেও, তৃতীয় আম্পায়ার হার্দিককে আউট দিলেন! 

স্বভাবতই মাঠ ছাড়ার সময় মাথা নেড়ে বিরক্তি প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে, অবাক হয়েছেন ধারাভাষ্যকাররা। সেই ভিডিয়ো আবার টুইটারে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আউট অর নট আউট!’ 

ভারতের ইনিংসের ৪০.৪ ওভারে সেই ঘটনা সবার সামনে আসে। ড্যারিল মিচেলের বল স্কোয়ার কাট করতে গিয়েছিলেন হার্দিক। বলটি ব্যাটে লাগেনি। কিপারের হাত ছিল একদম স্টাম্পের পিছনে। দু’-এক বার রিপ্লে-তে এটাও মনে হয়, উইকেটের আগেই ছিল তাঁর গ্লাভস। সেক্ষেত্রে আম্পায়ারের নো বল ডাকার কথা। আবার অন্য কোণ থেকে দেখা যায়, ল্যাথামের গ্লাভসে লেগে বেল পড়ছে। তৃতীয় আম্পায়ার কে অনন্তনারায়ণন রিপ্লে দেখে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিকে রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যায়, বল মোটেই স্টাম্পে লাগেনি। বেশ কিছুটা উপর দিয়েই গিয়েছে। অর্থাৎ বেল যে কিপারের গ্লাভসে লেগেই পড়েছে, সেটা প্রমাণ হয়ে যায়। যদিও দুর্ভাগ্যজনকভাবে ৩৮ বলে ২৮ রানে আউট হয়ে মাঠ ছাড়েন হার্দিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.