আরজি করের ঘটনার প্রতিবাদে অভিনব মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে হাত হাত ধরে দাঁড়াচ্ছেন মানুষ। তৈরি হচ্ছে মানবশৃঙ্খল। এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধনে যুক্ত হচ্ছেন। সোমবার আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে রবিবার রাতে অভূতপূর্ব প্রতিবাদ দেখছে কলকাতা। শহর এবং শহরতলির নানা প্রান্তে নানা ভাবে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। কেউ রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ মিছিল করছেন, কেউ আবার কালো বেলুন উড়িয়ে চাইছেন বিচার।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৩
১৫ কিলোমিটারের মানববন্ধন
সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার পথ জুড়ে হাতে হাত ধরে দাঁড়াতে শুরু করেছেন সাধারণ মানুষ।
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২
মানববন্ধন শহর থেকে শহরতলিতে
আরজি করের ঘটনার প্রতিবাদে অভিনব মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে হাত হাত ধরে দাঁড়াচ্ছেন মানুষ। তৈরি হচ্ছে মানবশৃঙ্খল।