দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইন পার্টিতে মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। জানা যায়, হ্যালোউইন উদযাপনের সময় রাজধানী সিওলের হ্যামিলটন হোটেলের কাছে একটি ছোট গলিতে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে এবং পদপিষ্ট হয়ে শতাধিক লোকের মৃত্যু হয়। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, হ্যামিল্টন হোটেলের পাশের এই গলিটি পার্টির জন্য বিখ্যাত। আর সেই গলি হ্যালোউইনের দিন প্রাণ কেড়ে নিল ১৫০ জনেরও বেশি যুবক-যুবতীর।
জানা যায়, ঘটনায় কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন। তাঁদের সিওলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে বিদেশিরাও আছেন। ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসেন সেদেশের রাষ্ট্রপতি। প্রাথমিক অনুমান, খুব ছোট একটা গলিতে লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। উল্লেখ্য, কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় রাজধানী সিওলে মানুষের ভিড় উপচে পড়ে। আর তাতেই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, হ্যামিল্টন হোটেলের পাশের গলির পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল ছিল যে বহু সময় ধরে মৃতদের দেহ সিওলের রাস্তাতেই পড়ে ছিল। বিভিন্ন সংবাদসংস্থার ছবিতে দেখা গিয়েছে যে রাস্তায় সারি দিয়ে মৃতদেহ রাখা আছে। অনেককেই পড়ে থাকা ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়। হ্যালোউইনের পার্টির পোশাক পরা অবস্থাতেই রাস্তায় অনেক যুবক-যুবতীতে কাঁদতে দেখা যায়।