এক ম্যাচে প্লে-অফ পাকা হয়ে গেল তিন দলের। আইপিএলের প্রথম দল হিসাবে প্লে-অফে উঠেছে গুজরাত টাইটান্স। তাদের জয়ের ফলে প্লে-অফ পাকা হয়েছে আরও দু’টি দলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসও উঠে গিয়েছে প্লে-অফে।
দিল্লিকে হারানোর পরে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট গুজরাতের। তাদের নেট রানরেট ০.৭৯৫। যা পরিস্থিতি তাতে শুধু প্লে-অফ নয়, প্রথম দুই দলের মধ্যে থাকার সবচেয়ে ভাল সুযোগ রয়েছে গুজরাতের। তাদের আরও দু’টি ম্যাচ বাকি।
দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ১৭। তৃতীয় স্থানে থাকা পঞ্জাবের পয়েন্টও ১২ ম্যাচে ১৭। বিরাট কোহলিদের নেট রানরেট (০.৪৮২) বেশি শ্রেয়স আয়ারদের (০.৩৮৯) থেকে। গুজরাত-দিল্লি ম্যাচের আগে পর্যন্ত এই দুই দলের প্লে-অফ নিশ্চিত ছিল না। কিন্তু এই ম্যাচের পর তারাও প্লে-অফে উঠেছে।

অর্থাৎ, প্লে-অফের বাকি একটি জায়গার জন্য লড়াই তিন দলের। মুম্বইয়ের পয়েন্ট ১২ ম্যাচে ১৪। হার্দিক পাণ্ড্যদের নেট রানরেট সবচেয়ে বেশি (১.১৫৬)। দিল্লির পয়েন্ট ১২ ম্যাচে ১৩। নেট রানরেট (০.২৬০)। লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১১ ম্যাচে ১০। তাদের নেট রানরেট এই তিন দলের মধ্যে সবচেয়ে কম (-০.৪৬৯)। এই তিন দলের মধ্যে একটি প্লে-অফে উঠবে। যা পরিস্থিতি তাতে সুযোগ বেশি মুম্বইয়ের।