রাজ্য সরকারকে লকডাউন করার বিষয়ে বিবেচনা করার পরামর্শ গুজরাট হাইকোর্টের

গুজরাটেও লাগামছাড়া সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় এবার রাজ্য সরকারকে লকডাউন নিয়ে ভাবনা-চিন্তা করার পরামর্শ গুজরাট হাইকোর্টের। মঙ্গলবার আদালত স্পষ্ট করে জানিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে লকডাউনের প্রয়োজনয়ীতা রয়েছে। সপ্তাহ শেষে কারফিউ নিয়েও রাজ্য সরকারকে ভাবনা-চিন্তা করার পরামর্শ উচ্চ আদালতের। 

করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে গুজরাটে। করোনার মাত্রাছাড়া সংক্রমণে লাগাম টানতে করোনা বিধি মেনে চলার ব্যাপারে রাজ্যজুড়ে অতি সক্রিয় গুজরাট প্রশাসন। প্রতিদিন ৩ হাজার বা তারও বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। বাড়ছে মৃত্যু। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার তৎপরতা হাইকোর্টেরও। করোনায় লাগাম টানতে লকডাউনের বিষয়ে চিন্তা-ভাবনা করুক রাজ্য সরকার, মঙ্গলবার এমনই জানিয়েছে গুজরাট হাইকোর্ট। এমনকী নাইট কারফিউ নিয়েও রাজ্য সরকারকে চিন্তা-ভাবনা করার পরামর্শ উচ্চ আদালতের।

দেশের একাধিক রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার নিচ্ছে। মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, দিল্লি, পঞ্জাব, ছত্তীশগড়, তামিলনাড়ুতে সংক্রমণ বেড়েই চলেছে। করোনা মোকাবিলায় প্রতিটি রাজ্যকেই আরও বেশি তৎপর হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। দিন কয়েক আগেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় প্রতিটি রাজ্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস কেন্দ্রের।

গত ২৪ ঘণ্টায় গুজরাটে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৬০ জন । এপর্যন্ত গুজরাটে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩,২১,৫৯৮জন । গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ করোনার বলি হয়েছেন রাজ্যে । গত ২৪ ঘণ্টায়  ১১১৭ বেড়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬,২৫২ জন । 

প্রসঙ্গত, সোমবারই রেকর্ড গড়ে দেশে দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়েছিল ১ লক্ষের গণ্ডি। তুলনায় মন্দের ভাল মঙ্গলবারের করোনা গ্রাফ। এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। কিছুটা কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে, দেশের সার্বিক করোনা গ্রাফ মোটেই স্বস্তিদায়ক নয়। ক্রমবর্ধমান এই সংক্রমণে রাশ টানতে আগামী ৮ এপ্রিল ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় করোনায় লাগাম টানতে গুজরাট হাইকোর্টের রাজ্য সরকারকে লকডাউন নিয়ে ভাবনা-চিন্তা করার পরামর্শ তাৎপর্যপূর্ণ । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.