২০২৭ সালে প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে ভারত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ জন বিচারপতির নামকে ‘ক্লিয়ারেন্স’ দিয়েছে। সেই ৯ জনের অন্যতম হল কর্ণাটক হাই কোর্টের বিভি নাগারাথনা। যদি এখন তাঁকে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয়, তাহলে ২০২৭ সালে তিনি হতে পারেন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি। যেই কলেজিয়াম এই তালিকা তৈরি করেছেন, তার সদস্যরা হলেন – প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি উদয় ইউ ললিত, এএম খানভিলকার, ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এবং এল নাগেশ্বর রাও।
জানা গিয়েছে, বাকি আরও যাঁদের নামের পাশে সবুজ টিক পড়েছে কলেজিয়ামের, তাঁদের মধ্যে আরও দুই জন মহিলা রয়েছেন। একজনকে সরাসরি বার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের কলেজিয়াম আরও যেই দুই মহিলা বিচারপতিকে ক্লিয়ারেন্স দিয়েছে, তাঁরা হলেন – হিমা কোহলি। বর্তমানে তিনি তেলাঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি। এবং বিচারপতি বেলা ত্রিবেদী, তিনি গুজরাত হাই কোর্টে রয়েছেন।
এদিকে বেঞ্চে নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামের প্রথম পছন্দ অবশ্য বর্ষীয়ান আইনজীবী পিএস নরসিংহ। উল্লেখ্য, একসপ্তাহ আগেই অবসর নিয়েছেন বিচারপতি রোহিনটন এফ নরিমান। তিনি দেশের পঞ্চম আইনজীবী ছিলেন যিনি শীর্ষ আদালতের বিচারপতি হয়েছিলেন। তাই এক আইনজীবীকেই ফের সেই পদে পাঠাতে চায় কলেজিয়াম।
এদিকে আর যাঁদের নাম কলেজিয়াম ক্লিয়ার করেছে, তাঁরা হলেন – অভয় শ্রীনিবাস ওকা (কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি), বিক্রম নাথ (গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি), জিতেন্দ্র কুমার মহেশ্বরী (সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি), সিটি রভিকুমার (কেরল হাইকোর্টের বিচারক) এবং এমএম সুন্দরেশ (কেরল হাইকোর্টের বিচারপতি)।