বাজি কেনাবেচায় পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও মেদিনীপুর পুরসভার সহযোগিতায় করা হল গ্রিন বাজি বাজার। বসলো ৩৫টি স্টল।
মেদিনীপুর শহরের গান্ধীঘাটে পসরা সাজিয়ে বসল বাজি বিক্রেতারা। বৃহস্পতিবার দুপুরে এই বাজি বাজারের উদ্বোধন করেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান। সৌমেন খান জানান, একই জায়গায় মানুষ যাতে সরকারি অনুমোদিত সব রকম গ্রিন বাজি কেনাকাটা করতে পারেন তার জন্য এই ব্যবস্থা। এবং দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনের তরফে এই উদ্যোগ। আজ থেকে কালী পুজো পর্যন্ত চলবে এই গ্রিন বাজি বাজার। থাকছে বিভিন্ন গ্রিন বাজির ৩৫টি স্টল।