রবিবার ঘাটালে সভা করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের চিঠি প্রসঙ্গে বলেন, নবান্নে চিঠি পৌঁছেছে রাজ্যপালের, কিন্তু সেই চিঠি প্রকাশ করা হয়নি। চিঠিতে এমন কিছু লেখা আছে যা প্রকাশ করলে রাজ্য সরকার বিপদে পড়তে পারে। তাই গতকাল রাত ১১.৪২টায় নবান্নে চিঠি পৌঁছানোর পরেও রবিবার সন্ধে ছটা পর্যন্ত সেই চিঠি রাজ্য সরকার প্রকাশ করতে পারেনি। চিঠিতে ভালো কিছু লেখা থাকলে পেটোয়া চ্যানেলগুলিকে দিয়ে ফলাও করে তা প্রচার করা হতো। যেমন অনলাইন মদ বিক্রির ক্ষেত্রে রাজ্য পুরস্কৃত হয়েছে। সেই খবর গতকাল সান্ধ্য জাগো বাংলায় প্রথম পাতায় ফলাও করে প্রকাশ করা হয়েছে। তাই রাজ্যপালের চিঠিতে এমন কিছু আছে যা প্রকাশ করতে পারছে না।
ঘাটালের স্কুল মাঠে এদিন বিজেপির সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও যোগ দেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেশপুরে এরপর সভা করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী৷ আজকের সভায় প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।