ইউজিসির রিপোর্টের প্রেক্ষিতে কী ব্যবস্থা? কীভাবেই-বা তা কার্যকর করা হবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এবার তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবে? অবিলম্বে দেখা করার নির্দেশ দেওয়া হল উপাচার্যকে।
ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, ২০০৯ সাল থেকে ইউজিসি অ্য়ান্টি র্যাগিং নিয়মাবলি মানা হয়নি যাদবপুরে বিশ্ববিদ্য়ালয়ে। ৯ ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে কৈফিয়ত চেয়েছে ইউজিসি। শুধু তাই নয়, যে ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, সেক্ষেত্রে কী ব্যবস্থা, তাও জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে তখন তোলপাড় চলছে রাজ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দায়িত্ব দেওয়া হয় গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে।