মাওবাদকে বিনাশ করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। নকশালদের মোক্ষম জবাব দেওয়া হবে। দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদী হামলার প্রেক্ষিতে সোমবার ছত্তিশগড়ের জগদলপুরে শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং গোটা দেশের পক্ষ থেকে নকশাল হামলায় শহিদ জওয়ানদের আমি শ্রদ্ধা জানিয়েছি। নকশালদের বিরুদ্ধে লড়াইয়ে বলিদান দেওয়া জওয়ানদের ত্যাগকে সর্বদা মনে রাখবে দেশ।” দেশকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, নকশালদের মোক্ষম জবাব দেওয়া হবে এবং শেষ আমাদেরই জয় হবে। বিগত কয়েক বছরে অভ্যন্তরীণ অঞ্চলে সফলভাবে শিবির তৈরি করেছি, রাগ ও বিরক্তির বহিঃপ্রকাশেই এই ধরনের হামলা চালিয়েছে নকশালরা।” স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “কেন্দ্র ও রাজ্য সরকার দুই লক্ষ্যে কাজ করছে-ট্রাইবাল অঞ্চলে উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা এবং আর্মড গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা। আমি ছত্তিশগড় এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই হামলার পর নকশালদের মোক্ষম জবাব দেওয়া হবে।”
শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরাষ্ট্রমন্ত্রীর, দেখা করলেন আহতদের সঙ্গে ছত্তিশগড়ের সুকমা-বিজাপুর সীমানার জাগারগুণ্ডা-জোড়াগুণ্ডা-তারেমে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন জওয়ান। আহত হয়েছেন আরও ৩১ জন জওয়ান। সোমবার জগদলপুরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। দিল্লি থেকে এদিন জগদলপুর শহরে পৌঁছনোর পর পুলিশ লাইন্সে চলে যান শাহ, সেখানে শায়িত ছিল ১৪ জন জওয়ানদের দেহ। অমিত শাহ ও ভুপেশ বাঘেল অন্তরের অন্তঃস্থল থেকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান।