সুবর্ণরেখার বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো

যস এর আতঙ্ক কাটতে না কাটতে ফের বন্যার ভ্রুকুটি। এলাকায় আতঙ্কিত মানুষকে ভরসা দিতে সারাদিন নদীপার্শ্ববর্তী এলাকায় গ্রামের মানুষের সাথে কাটালেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো।
সূবর্নরেখা নদীর একপাশে সাঁকরাইল, গোপীবল্লভপুর তো অপর পাশে নয়াগ্রাম। যসের পর ফের নদী উপকূলের বাসীন্দাদের বন্যার আতঙ্কে প্রহর কাটছে। গতকাল বিকাল থেকেই প্রশাসনের তরফ থেকে মাইকে সতর্ক করা হয়। আজ বেলা ১০টার পর জল বাড়তে শুরু করে।

জলবাড়ার খবর পেয়ে এলাকায় চলে আসেন বিধায়ক। প্রথমে তিনি নদী তীরবর্তী বাঁধগুলি ও গ্রাম ঘুরে দেখেন।
দুপুরের পর নতুন করে গালুডি জলাধার থেকে জল না ছাড়ায় জলস্তর বিপদ সীমার নিচে ছিল। তাই কোনো গ্রামে জল ঢোকেনি। খগেন্দ্রনাথ মাহাতো জানান, তিনি সাঁকরাইল, গোপীবল্লভপুর উভয় এলাকা পরিদর্শন করছেন
সাধারণ মানুষকে সচেতন করছেন এই সময় যাতে কেউ মাছ ধরতে বা চান করতে না যান। এছাড়া কোনও গবাদি পশু অন্তত দু দিন না ছাড়ার কথা গ্রামবাসীদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.