1/5ম্যালওয়ার থাকা এই অ্যাপটি ব্যান করল Google, আপনার ফোনে নেই তো? 2/5গুগল প্লে স্টোরে এমন একটি অ্যাপ পাওয়া গিয়েছে, যা বিপজ্জনক ম্যালওয়্যারে ভরা ছিল। আশঙ্কার বিষয় হল, এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ৫ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে। ছবি : গুগল (Google) 3/5অ্যাপটির নাম Color Message। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমোজি পাওয়া যেত। টেক্সটিং আরও মজাদার করার জন্যই এই অ্যাপটি ডাউনলোড করেছেন অনেকে। ফাইল ছবি : রয়টার্স (Reuters) 4/5অ্যাপটিতে ‘জোকার’ ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। সমস্ত ব্যবহারকারীদের অবিলম্বে এই অ্যাপটি মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যথায় বড়সড় ক্ষতি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo) 5/5মোবাইল সিকিউরিটি সলিউশন ফার্ম Pradeo-র টিম দেখেছে যে Color Message আসলে Joker ম্যালওয়্যারে ভরা। ছবি : রয়টার্স (Reuters) 2021-12-23