উত্তর প্রদেশের গোন্ডা জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল সংলগ্ন দু’টি বাড়ি। দু’টি বাড়ি ভেঙে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও আরও ৭ জন গুরুতর জখম হয়েছেন। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোন্ডা জেলার ওয়াজিরগঞ্জ থানার অন্তর্গত টিকরি গ্রামে। পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র জানিয়েছেন, “মঙ্গলবার গভীর রাতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে টিকরি গ্রামে ভেঙে পড়ে সংলগ্ন দু’টি বাড়ি। ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৭ জনের মৃত্যু হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।”
পুলিশ সুপার আরও জানিয়েছেন, গভীর রাতে টিকরি গ্রামের বাসিন্দা নূরুল হাসানের বাড়িতে জোরালো শব্দে বিস্ফোরণ হয়। তীব্র বিস্ফোরণে বাড়িটি সম্পূর্ণ ভেঙে যায়। মৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন মহিলা এবং তিনটি শিশু রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই ১১২ নম্বর ডায়াল করে পুলিশে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়, কিন্তু ৭ জন প্রাণে বাঁচানো যায়নি। পুলিশ সুপার জানিয়েছেন, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ছাদ, তাতেই প্রাণহানি।
2021-06-02