আরও কিছুটা দাম বেড়েছে সোনার। কিন্তু গ্রাহ্য করেননি ক্রেতারা। মঙ্গলবার ধনতেরসে ছোট বা বড়, সব গয়নার দোকানেই উপচে পড়েছে ভিড়। ব্যবসায়ীরা এক মত, এ বছরের ব্যবসা ছাড়াবে গত বছরকে। চড়া দামে বিক্রি কমার আশঙ্কাকে কার্যত উড়িয়ে দিয়ে ওজনের নিরিখে না হলেও, গয়নার কেনাকাটায় টাকার অঙ্কে এগিয়ে গিয়েছে ২০২৪-এর ধনতেরস।
মঙ্গলবার খুচরো পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট) ৩৫০ টাকা বেড়েছে। জিএসটি নিয়ে হয়েছে ৮১,৭৩০.৫০ টাকা। ২২ ক্যারাট গয়নার সোনা কর ছাড়া ছিল ৭৫,৪০০ টাকা, যোগ করে ৭৭,৬৬২ টাকা। তার পরেও সকাল থেকে গয়নার দোকানে জমতে থাকে ভিড়, জানান পিসি চন্দ্র গোষ্ঠীর এমডি উদয় চন্দ্র। তাঁর কথায়, “দিন যত গড়িয়েছে, তত ক্রেতার আনাগোনা বেড়েছে। ভাল ব্যবসা করতে ছাড়-সহ নানা সুবিধা এনেছিলাম। সুফল পেয়েছি।’’ স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে-র বক্তব্য, “রাত পর্যন্ত কেনাকাটা চলেছে। পুলিশকে সুরক্ষার ব্যবস্থা করার কথা বলে রেখেছিলাম।’’
বিক্রিতে খুশি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেনও। তবে তাঁর দাবি, এ বার কম ওজনের হালকা গয়না কেনার ঝোঁক ছিল বেশি। তিনি বলেন, ‘‘ধনতেরসের ব্যবসাকে শুধু এক দিনের কেনাবেচা দিয়ে হিসাব করি না। দিন দশেক আগে বিভিন্ন ছাড় ঘোষণা হয়েছিল। তখন থেকেই এই উপলক্ষে বিক্রিবাটা শুরু হয়েছে। অনেকে বিয়ের ভারি গয়না কিনেছেন। শুধু লগ্নি করতেও কেনাকাটা করেছেন একাংশ। তবে মঙ্গলবার বেশি বিক্রি হয়েছে হালকা গয়না। চাহিদা বেশি ছিল কম ওজনের সোনার আংটি, কানের দুল, ব্রেসলেট, গলার চেন ইত্যাদির।’’ হালকা গয়নার চাহিদা বেশি থাকার কথা জানিয়েছেন শ্যমসুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহাও। তাঁর দাবি, বিয়ের জন্য ভারি গয়নার চাহিদা থাকলেও বেশি বিক্রি হয়েছে রোজ ব্যবহারের কম ওজনের গয়নার। অঞ্জলি জুয়েলার্সের কর্তা অনর্ঘ উত্তীয় চৌধুরী বলেন, ‘‘আশাতিরিক্ত ভাল কেনাকাটা। এ বছরে বিক্রি প্রায় ১৫% বেশি।’’
বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারের দাবি, চড়া সোনা বেশি ধাক্কা দিয়েছিল ছোট-মাঝারি দোকানগুলিকে। বহু ব্যবসায়ী ঝাঁপ ফেলার কথা ভাবছিলেন। কিন্তু ধনতেরস সমস্ত দুশ্চিন্তা ধুয়েমুছে দিয়েছে। আকাশছোঁয়া দামেও পাড়ার দোকান খদ্দেরে ভরেছে। অনেকে পুরনো গয়না দিয়ে নতুন কিনেছেন। হলদিয়ার গয়না ব্যবসায়ী মধুসূদন কুইলা ও বনগাঁর বিনয় সিংহ জানান, দামের জন্য বহু ক্রেতা খরচে রাশ টেনেছেন। বাজেট বুঝে কিনেছেন। কিন্তু মুখ ফেরাননি। তাই হালকা গয়না বিকিয়েছে অনেক।