ঢাকা-কলকাতা বাস থেকে প্রচুর সোনা উদ্ধার করল বিএসএফ। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত থেকে ৩০টি সোনার বিস্কুট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে। বিএসএফের আধিকারিক জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ফারহাদ ও মহম্মদ উমর ফারুক। এরা বাংলাদেশের বাসিন্দা। ভারত-বাংলাদেশ বাসের চালক আর খালাসি।
বিএসএফ জানিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গোপন সূত্রে খবর আসে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাওয়ার একটি যাত্রীবাহী বাসে প্রচুর সোনার বিস্কুট কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে ১৪৫নং ব্যাটালিয়নের আধিকারিক একটি দল গঠন করে। বাসটি সীমান্ত পার করে ভারতে ঢোকার সময় বিএসএফ জওয়ানরা বাসটি আটকে দেয়। কোম্পানি কমান্ডার দল নিয়ে বাসটি তল্লাশি চালালে ওই বাসের চালকের ব্যাগ থেকে ৩০টি সোনার বিস্কুট উদ্ধার করে। এরপর ওই বাসের চালক ও খালাসিকে গ্রেফতার করে বিওপিতে নিয়ে যায়। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন ৩,৪৯৯.১৪ গ্রাম। বিএসএফ জানিয়ে, ওই সোনার আনুমানিক বাজার মূল্য
১,৯৩,৮১,৭৩৯ টাকা।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এই ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত। তারা আরও জানায়, এই বিস্কুটগুলো বাংলাদেশের ঢাকার বাসিন্দা মহম্মদ কামাল নামে এক সোনা পাচারকারী তাদের কাছে দেয়। সোনার বিস্কুট গুলি কলকাতার নিউমার্কেটের এক সোনা ব্যবসায়ী যার মহম্মদ জালাম নামে এক ব্যক্তির কাছে পৌছে দিতে হবে। এর জন্য পাবে ১০ হাজার টাকা।
১৪৫ নং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে।