Go First Flight Diverted: গো ফার্স্টের উড়ানে মহা বিপত্তি, মাঝ আকাশে ফাটল উইন্ডশিল্ড!

গো ফার্স্টের দিল্লি-গুয়াহাটি উড়ানে বিপত্তি। মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল ধরে আজ। এরপরই বিমানটির মুখ ঘুরিয়ে জয়পুরে নিয়ে যাওয়া হয়। এর আগে গতকালই গো ফার্স্টের দু’টি বিমানে বিপত্তি দেখা দিলে উড়ান গন্তব্যে পৌঁছতে পারেনি। আজকে সেই একই ঘটনা ঘটল।


এর আগে গতকাল গো ফার্স্টের মুম্বাই-লেহ এবং শ্রীনগর-দিল্লি ফ্লাইটে আজ ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। এর জেরে উভয় বিমানই বসিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় গো ফার্স্টের মুম্বাই-লেহ ফ্লাইটটিকে দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ডিজিসিএ কর্মকর্তারা জানিয়েছেন। গো ফার্স্টের শ্রীনগর-দিল্লি ফ্লাইটের বিমানের ইঞ্জিনেও মাঝ আকাশে ত্রুটি দেখা দেয়। এরপর এটি শ্রীনগরে ফিরে আসে।

প্রসঙ্গত, পরপর বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে দেশে। এই আবহে সোমবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়, উড়ানের আগে প্রতিটি বিমানের স্বাস্থ্য পরীক্ষা করবেন নির্দিষ্ট লাইসেন্সধারী কর্মীরা। তাঁদের ছাড়পত্র পেলে তবেই উড়তে পারবে কোনও বিমান।

সম্প্রতি একাধিক উড়ান সংস্থার একাধিক বিমানে যান্ত্রিক গোলযোগের খবর সামনে আসছিল। সেই পরিস্থিতিতে যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থার তরফে ‘স্পটচেক’ চালানো হয়েছিল। তাতে একাধিক সমস্যা ধরা পড়ে। এরপরই সোমবার ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, শুধুমাত্র এ১/এ২ ক্যাটেগরির লাইসেন্স থাকা বিমান রক্ষণাবেক্ষণকারী ইঞ্জিনিয়ারের ছাড়পত্র পাওয়ার পরই কোনও বিমান উড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.