Global Leader Approval Tracker: ফের বিশ্বসেরা মোদী, গতবারের তুলনায় বাড়ল মার্কস, কোথায় দাঁড়িয়ে বাইডেন-জনসনরা?

1/7গ্রহণয়োগ্যতার নিরিখে ফের একবার বিশ্বসেরা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবার তাঁর মার্কস ছিল ৭০ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৭৭ শতাংশ। (AFP)

৬৩ শতাংশ পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদোর। (Bloomberg)
2/7৬৩ শতাংশ পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদোর। (Bloomberg)
https://ce146108aab3191d4afeb1d579a4ac9c.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
৫৪ শতাংশ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিয়ো দ্রাঘি। (AP)
3/7৫৪ শতাংশ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিয়ো দ্রাঘি। (AP)
https://ce146108aab3191d4afeb1d579a4ac9c.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
জার্মানির নয়া চ্যান্সেলর ওলাফ স্কোলজ ৪৫ শতাংশ পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। (REUTERS)
4/7জার্মানির নয়া চ্যান্সেলর ওলাফ স্কোলজ ৪৫ শতাংশ পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। (REUTERS)
https://ce146108aab3191d4afeb1d579a4ac9c.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
৪২ শতাংশ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ৪২ শতাংশ পেয়ে একই স্থানে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। (AFP)
5/7৪২ শতাংশ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ৪২ শতাংশ পেয়ে একই স্থানে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। (AFP)
https://ce146108aab3191d4afeb1d579a4ac9c.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
৪১ শতাংশ পেয়ে তালিকায় পরবর্তী ধাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। (REUTERS)
6/7৪১ শতাংশ পেয়ে তালিকায় পরবর্তী ধাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। (REUTERS)
https://ce146108aab3191d4afeb1d579a4ac9c.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
মাত্র ৩৩ শতাংশ পেয়ে তালিকায় সবথেকে শেষে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর উপরে আছেন ব্রাজিলেপ প্রধামন্ত্রী বোলসানারো, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী মুন। (AFP)
7/7মাত্র ৩৩ শতাংশ পেয়ে তালিকায় সবথেকে শেষে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর উপরে আছেন ব্রাজিলেপ প্রধামন্ত্রী বোলসানারো, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী মুন। (AFP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.