যস ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয়েছে। দুর্গত এলাকায় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াল বিদ্যাসাগর স্মরণ সমিতির ঘাটাল মহকুমা শাখা ও ঘাটাল মহকুমা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি। সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে অর্থ সংগ্রহ করে ছাত্র ছাত্রীদের পাঠোপকরণ, খাদ্যসামগ্রী, সাবান ও মাস্ক দেওয়ার ব্যবস্থা করে কমিটি। আজ সকাল ৫ টায় বৃষ্টির মধ্যেই ঘাটাল থেকে ত্রাণ সামগ্রী নিয়ে একটি গাড়ি জুনপুটের উদ্দেশ্যে রওনা হয়। জুনপুট সংলগ্ন মজিলাপুর প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন ছাত্র ছাত্রী উপস্থিত হয়। বেলা ১১-৩০ টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রাণ বিতরণ কর্মসূচির সূচনা করেন বিদ্যাসাগর স্মরণ সমিতির ঘাটাল মহকুমা শাখার যুগ্ম সম্পাদক তাপস পোড়েল। এরপর বগুড়িয়া শিশুশিক্ষা কেন্দ্রের মাঠে ৫০ জন ছাত্রে ছাত্রীকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার সূচনা করেন ঘাটাল পাঁশকুড়া পরিবহণ যাত্রী কমিটির কর্মকর্তা জগদীশ মণ্ডল অধিকারী। মোট দুশো জন ছাত্র ছাত্রীকে পাঠ্যসামগ্রী কাগজ, কলম খাদ্য সামগ্রী চিঁড়া, চিনি, বিস্কুট, ছোলার ছাতু, ডাল, সোয়াবিন এবং সাবান ও মাস্ক দেওয়া হয়।
এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুব্রত বাঙাল, সুভাষচন্দ্র দত্ত, বরুণ বিশ্বাস, দেবাশিস মাইতি শিক্ষক, উমেশ গুঁই প্রমুখ।
কমিটির পক্ষে অফিস সম্পাদক হেমন্ত সী বলেন, আমরা প্রায় সত্তর হাজার টাকার ত্রাণ সামগ্রী ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিলাম। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সরকার ছাত্র ছাত্রীদের সমস্ত ফি মকুব করে ও মিড ডে মিলের সাথেই বেশী পরিমাণ খাদ্য ও পাঠ্য সামগ্রী দিলে ক্ষতি কিছুটা সামাল দেওয়া যাবে তাদের।