জয়নগরে গ্যাস বেলুন বিক্রেতার গ্যাসের সিলিন্ডার ফেটে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামের ঘটনা। রবিবার সন্ধ্যায় সেখানে জমজমাট অনুষ্ঠানের আসর বসেছিল। অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল অনেক রকম দোকান। গ্যাস বেলুন বিক্রেতাও অনুষ্ঠানের আমেজে বেলুন নিয়ে বসেছিলেন রাস্তার ধারে। এলাকায় বেশ ভিড় ছিল। সারি সারি দোকানের সামনে কেনাকাটার জন্য জড়ো হয়েছিলেন অনেকে।
রাত সাড়ে ৯টা নাগাদ হঠাৎ ওই রাস্তায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মুচিরাম হালদার। এ ছাড়া, বিস্ফোরণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৬), শাহিন মোল্লা (১৪) এবং আবির গাজি।
গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছেই বকুলতলা থানার পুলিশকর্মীরাও সেখানে পৌঁছন।
বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।