ওডিশার রাউরকেলায়, রাউরকেলা স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রাণ হারালেন ৪ কর্মী। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন প্ল্যান্টের ৬ জন কর্মী। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বুধবার সকালে রাউরকেলা স্টিল প্ল্যান্টের কোল কেমিক্যাল ডিপার্টমেন্টে বিষাক্ত গ্যাস লিকেজ হয়। সেই সময় উপস্থিত ছিলেন ১৫ জন কর্মী। তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন ১০ জন কর্মী। তাঁদের উদ্ধার করে প্ল্যান্টের ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হয়।
তাঁদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের নিয়ে যাওয়া ইস্পাত জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, বাকি দু’জন আইসিইউ-তে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান। মৃতদের নাম-গণেশ চন্দ্র পাহিল (৫৫), রবীন্দ্র সাহু (৫৯), অভিমন্যু সা (৩৩) এবং ব্রহ্মানন্দ পান্ডা (৫১)। বাকি ৬ জন কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গ্যাস যাতে স্টিল প্ল্যান্টের বাইরে না বেরিয়ে যেতে পারে, তাই যথাসাধ্য চেষ্টা চালায় প্ল্যান্ট কর্তৃপক্ষ। বাকি কর্মীদের বাইরে বের করে দেওয়ার পর, গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
2021-01-06