দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটল। এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় ঠিকা শ্রমিকের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে প্রায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এমনকী দু’জনের প্রাণ সংশয় দেখা দিয়েছে। আর তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিকের ঘটনায় এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ঠিক কী ঘটেছে ইস্পাত কারখানায়? স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার বিওএফ বিভাগে ঘটে এই দুর্ঘটনা। হঠাৎ করেই কোন বিষাক্ত গ্যাস লিক হয়ে ছড়িয়ে পড়ে। আর তা ঠিকা শ্রমিকদের শরীরে প্রবেশ করতে শুরু করলে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। গ্যাসের পাইপ লাইনের কাছে কাজ করছিলেন কয়েকজন ঠিকা শ্রমিক। অসুস্থ আরও চারজন।ট্রেন্ডিং স্টোরিজ
ইস্পাত কারখানা সূত্রে খবর, এই গ্যাস লিকের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন অরূপ মজুমদার, স্বজন চৌহান, পিন্টু যাদব এবং সন্তোষ চৌহান। এরা সবাই কারখানার ঠিকা শ্রমিক। তবে মৃত শ্রমিকের নাম সিন্টু যাদব। সন্তোষ চৌহান এবং পিন্টু যাদবও মারা যান। কি করে গ্যাস লিক করল? তা তদন্ত করে দেখতে হবে।
সূত্রের খবর, সিন্টু যাদব নামে এক শ্রমিক এই গ্যাস লিকের ঘটনায় মারা গিয়েছেন। শরীরে ওই গ্যাস প্রবেশ করেই মারা গিয়েছেন সিন্টু বলে মনে করা হচ্ছে। বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিষাক্ত গ্যাস ঠিকা শ্রমিকদের শরীরে প্রবেশ করতেই অস্বস্তি অনুভব করেন তাঁরা।