বন্ড বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্র জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গঙ্গা হিমঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ পুলিশের। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে জখম একাধিক কৃষক। জখমদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষকদের ছোড়া ঢিলে জখম একাধিক পুলিশ কর্মী।
শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি সদর ব্লকের ছয়টি হিমঘরে আলুর বন্ডের কুপন দেওয়া প্রক্রিয়া শুরু হয়। সব হিমঘরের সামনে কয়েকশো কৃষক কুপন নিতে হাজির হয়। সকাল থেকে বন্ডের কুপন বিলি করা শুরু হয়, বেলা বাড়তেই কুপন শেষ হয়ে যায়। এদিকে বন্ড না পেয়ে কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি শুরু হয়। চলে দুই পক্ষের ঢিল ছোড়াছুড়ি। ঢিলে জখম হয় পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি সদর সমীর পাল। র্যাফ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে হিম ঘরের সামনে আগুন ধরিয়ে চলে বিক্ষোভ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও হিমঘর থেকে বন্ডের জন্য কুপন পায়নি বলে জানালেন এক বাসিন্দা গৌরী দে। তিনি বলেন, আমাদের সরিয়ে দিয়ে অন্যদের বণ্ডের কুপন দিয়েছে।”
জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “বন্ড না পেয়ে ঝামেলা। পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”