ইডেনে যখন বিরাট কোহলি নিজের ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলছেন তখনই শহরে জুয়াচক্রের হদিস পেল পুলিশ। কলকাতার তিনটি জায়গায় হানা দিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
গোপন সূত্রে খবর পেয়ে গিরীশ পার্ক এলাকায় ‘ক্যাফে ভ্যালেন্টিনো’ নামের একটি ক্যাফে থেকে অভিষেক জয়সওয়াল নামের ২৮ বছরের এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। ওই ক্যাফেতে বসে ‘স্কাইফেয়ার’ ও ‘স্কাইএক্সচেঞ্জ’-এর মাধ্যমে অভিষেক জুয়া চক্র চালাতেন বলে অভিযোগ। গিরীশ পার্কের বাসিন্দা ওই যুবকের কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিষেকের বিরুদ্ধে গিরীশ পার্ক থানায় মামলা রুজু করা হয়েছে।
অভিষেককে জেরা করে আরও দু’জনের নাম জানতে পারে পুলিশ। তাঁদের একটি পানশালা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অরুণ আগরওয়াল ও প্রদীপ বর্মা। অরুণ বৌবাজার ও প্রদীপ গোলাবাড়ি এলাকায় থাকেন। তাঁরাও ‘স্কাইএক্সচেঞ্জ’-এর মাধ্যমে জুয়া চক্র চালাতেন বলে অভিযোগ। সোমবার দু’জনকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাগানের একটি ফ্ল্যাটেও হানা দেয় পুলিশ। সেখান থেকে কেশব প্রসাদ মুন্দ্রা ও কালু সাউ নামের দু’জনকে গ্রেফতার করা হয়। কেশবের বাড়ি ফুলবাগানে। কালু বিহারের বাসিন্দা। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন সেই ফ্ল্যাটে জুয়া চলছিল বলে অভিযোগ পুলিশের। তাঁদের কাছ থেকেও মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ফুলবাগান থানায় মামলা দায়ের করা হয়েছে।