এবার থেকে অ্যাপে বুকিং রান্নার গ্যাস, চাইলেই বদলানো যাবে ডিস্ট্রিবিউটরও, কীভাবে?

1/6কোনও ডিস্ট্রিবিউটর রান্নার গ্যাস নিয়ে সমস্যা করছেন? সঠিক সময়ে গ্যাস আসছে না? ডিস্ট্রিবিউটর বদলে ফেলুন এক নিমেষে। এমনই সুবিধা আনল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)। ফাইল ছবি : পিটিআই ( PTI)

এ বিষয়ে টুইটও করা হয়েছে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। ছবি : টুইটার  (Twitter)
2/6এ বিষয়ে টুইটও করা হয়েছে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। ছবি : টুইটার  (Twitter)
এই জন্য আলাদা একটি অ্যাপও বানিয়েছে ইন্ডিয়ান অয়েল। নাম ‘ওয়ান অ্যাপ’ (IndianOil ONE)। ফাইল ছবি : পিটিআই  (PTI)
3/6এই জন্য আলাদা একটি অ্যাপও বানিয়েছে ইন্ডিয়ান অয়েল। নাম ‘ওয়ান অ্যাপ’ (IndianOil ONE)। ফাইল ছবি : পিটিআই  (PTI)
এছাড়া অনলাইন ইন্ডিয়ান অয়েলের ওয়েবাসাইটে cx.indianoil.in থেকেও ডিস্ট্রিবিউটর বদলাতে পারবেন গ্রাহকরা। তাঁর সার্কেলের মধ্যে অন্য কোনও ডিস্ট্রিবিউটর বেছে নিতে পারবেন। ফাইল ছবি : পিটিআই  (PTI)
4/6এছাড়া অনলাইন ইন্ডিয়ান অয়েলের ওয়েবাসাইটে cx.indianoil.in থেকেও ডিস্ট্রিবিউটর বদলাতে পারবেন গ্রাহকরা। তাঁর সার্কেলের মধ্যে অন্য কোনও ডিস্ট্রিবিউটর বেছে নিতে পারবেন। ফাইল ছবি : পিটিআই  (PTI)
এই অ্যাপেই ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট করা যাবে। তারপর সরাসরি বুকিং সেরে ফেলা যাবে অ্যাপ বা ওয়েবসাইট থেকেই। ফাইল ছবি : পিটিআই ( PTI)
5/6এই অ্যাপেই ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট করা যাবে। তারপর সরাসরি বুকিং সেরে ফেলা যাবে অ্যাপ বা ওয়েবসাইট থেকেই। ফাইল ছবি : পিটিআই ( PTI)
এছাড়া কেন্দ্রীয় সরকারি অ্যার উমাং থেকেও রিফিল বুকিং করতে পারবেন। ফাইল ছবি : পিটিআই  (PTI)
6/6এছাড়া কেন্দ্রীয় সরকারি অ্যার উমাং থেকেও রিফিল বুকিং করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.