পরীক্ষার্থীও ভাড়ায় পাওয়া যায়? মানে আসল পরীক্ষার্থীর হয়ে সে পরীক্ষা দিয়ে দেবে। সেই অভিযোগই সামনে এসেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর. পুলিশ নিয়োগের পরীক্ষা দেওয়ার জন্য ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ওই যুবক অন্য জনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার জন্য সে বালুরঘাট বিএড কলেজে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহিত কুমার। মালদার এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য সে এসেছিল। সন্দেহ হওয়াতে পুলিশ তাকে জেরা করে। তারপরই আসল ঘটনা সামনে আসে। ট্রেন্ডিং স্টোরিজ
পরীক্ষার্থীও ভাড়ায় পাওয়া যায়? মানে আসল পরীক্ষার্থীর হয়ে সে পরীক্ষা দিয়ে দেবে। সেই অভিযোগই সামনে এসেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর. পুলিশ নিয়োগের পরীক্ষা দেওয়ার জন্য ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ওই যুবক অন্য জনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার জন্য সে বালুরঘাট বিএড কলেজে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহিত কুমার। মালদার এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য সে এসেছিল। সন্দেহ হওয়াতে পুলিশ তাকে জেরা করে। তারপরই আসল ঘটনা সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার পুলিশের সাব ইনসপেক্টর নিয়োগের পরীক্ষা ছিল। এদিকে মালদার এক পরীক্ষার্থী তার হয়ে পরীক্ষা দেওয়ার জন্য ঝাড়খণ্ডের ওই পরীক্ষার্থীকে জোগাড় করে।মোটা টাকার বিনিময়ে সে পরীক্ষায় বসবে বলেও ঠিক হয়ে যায়। এরপর সে ঝাড়খণ্ড থেকে দক্ষিণদিনাজপুরে চলে আসে। অ্য়াডমিট নিয়ে পরীক্ষাকেন্দ্রেও চলে যায় সে। কিন্তু শেষরক্ষা হয়নি। অ্যাডমিট কার্ড আর পরিক্ষার্থীর মধ্যে নানা অসংগতি খুঁজে পায় পুলিশ। এরপরই তাকে জেরা করা শুরু হয়। শেষ পর্যন্ত সে সবকিছু স্বীকার করে নেয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। কিন্তু যে পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল তাকে পায়নি পুলিশ। তার সঙ্গেও কথা বলতে চাইছে পুলিশ।