Free Raion: লোকসভা নির্বাচনের আগে আমজনতার জন্য বড় ঘোষণা করে দিলেন মোদী

 রাম মন্দিরে রাম লালা প্রতিষ্ঠা হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। সম্ভবত তার পরে কোনও একটা সময়ে বেজে যেতে পারে লোকসভার নির্বাচনের দামামা। তার আগেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণা, আাগামী ৫ বছর দেশের ৮০ কোটিরও বেশি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমাসে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটের প্রচারের ময়দানে নেমেছেন নরেন্দ্র মোদী। শনিবার ছত্তীসগঢ়ের এক সভায় মোদী বলেন, ‘আমি ঠিক করেছি বিজেপি সরকার ঠিক করেছেন আগামী ৫ বছর দেশের ৮০ কোটিরও বেশি মানুষকে ফ্রি রেশন দেবে। আপনাদের  ভালোবাসা ও আশীর্বাদ আমাকে বহু পবিত্র সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে।’

লোকসভা ভোটের আগে রামমন্দির ও ফ্রি রেশন বিজেপিকে ইভিএম-এ শক্তি যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না। করোনার সময়ে ফ্রি রেশনের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারও একধাপ এগিয়ে রেশন দেওয়ার মেয়াদ বাড়িয়ে দেয়। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র। ফলে ধাপে ধাপে বেশকিছু সুবিধে সুয়োগ মানুষের কাছে নিয়ে আসছে কেন্দ্র।

২০২০ সালে করোনার সময় কেন্দ্র যখন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-র কথা ঘোষণা করে। ওই প্রকল্পে ৫ কেটি রেশন দেওয়া হতো বিনামূল্যে। ওই খাদ্য শস্য ছিল নিয়মিত রেশনের বাইরে। ফলে সেইসময় ওই রেশন দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছিলেন।

এদিন ছত্তীসগঢ়ের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস গরিব মানুষকে ঘৃণা করে। যাদের আত্মমর্যাদা রয়েছে তাদের সহ্য করতে পারে না। তার চায় গরিব মানুষ সবসময় তাদের মুখাপেক্ষী হয়ে থাকুক। তাই এরাজ্যে কংগ্রেস সরকার কেন্দ্রেরস সব প্রকল্প বন্ধ করে দিয়েছে। .গত ৫ বছর ধরে আপনারা কংগ্রেসের এই অন্যায় সহ্য করে আসছেন। আপনারা আমার উপরে বিশ্বাস রাখুন। তারপর আপনারা মুক্ত।’ প্রধানমন্ত্রী আরও বলেন, আমাকে ওবিসি বলে দেশের পিছিয়েপড়া মানুষদের অপমান করেছে কংগ্রেস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.