বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পঞ্চাশ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট শুরু হতে চলেছে।আজ এই ইউনিটের ভার্চুয়াল শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানান, মুখ্যমন্ত্রী এই ইউনিটের শিলান্যাস করলেন। খুব শীঘ্রই এই ইউনিট চালু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতদিন পর্যন্ত উপযুক্ত পরিকাঠামো না থাকায় সঙ্কটাপন্ন রোগীদের অন্যত্র স্থানান্তর করা ছাড়া উপায় ছিল না, এই ইউনিট চালু হয়ে গেলে এই জাতীয় রোগীদের আর স্থানান্তর করতে হবে না, এখানেই চিকিৎসা মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এছাড়াও এদিন বিশেষ রক্ত পরীক্ষা কেন্দ্রেরও উদ্বোধন করা হয়। বাঁকুড়া ছাড়াও বীরভূম এবং পুরুলিয়া জেলার রোগীরা এখান থেকে পরিষেবা পাবেন। এতদিন এই বিশেষ ধরনের রক্ত পরীক্ষার জন্য জেলার বাইরে পাঠাতে হতো। এবার বাঁকুড়া মেডিক্যাল কলেজেই এই বিশেষ ধরনের রক্ত পরীক্ষা সম্ভব হবে।