প্রাক্তন রাষ্ট্রপতি ভারত গৌরব মিসাইল ম্যান নামে খ্যাত ভারতরত্ন ডঃ এপিজে আবদুল কালামের নবম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বাঁকুড়ার জঙ্গলমহলের চাতরী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ে। প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতি নিয়ে এদিন সকালে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রভাত ফেরিতে বের হয়। প্রভাব ফেরী এলাকা পরিক্রমা করে আসার পর বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এপিজে আবদুল কালামের জীবনী সম্বন্ধে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকরা।
প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল বলেন, দেশের মনীষীদের জন্ম ও প্রয়াণ দিবসে আমরা তাঁদের প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করি তেমনি সুকুমারমতি পড়ুয়াদের কাছে সেই সব মনীষীদের জীবন দর্শন, তাঁদের কর্ম জীবনের সাফল্য তুলে ধরি। দেশের পরবর্তী প্রজন্ম এই সব মনীষীদের জীবনী থেকেই অনুপ্রাণিত হয়ে আদর্শ নাগরিক তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।