আন্তর্জাতিক নার্স দিবসে বিশ্বের সমস্ত নার্সদের প্রতি শ্রদ্ধা জানালেন বিশ্ববরেণ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উত্তাল দেশের বিভিন্ন রাজ্য। এই মহামারিতে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে দিনরাত সামনের সারিতে থেকে সেবা-শুশ্রূষা করে তুলছেন তাঁরা। সেই সমস্ত কোভিদ যোদ্ধা নার্সদের শ্রদ্ধা জানালেন শচীন তেন্ডুলকার। বুধবার তিনি টুইট বার্তায় লেখেন, নীরবতা সঙ্গে সব সময় মানব সেবায় নিয়োজিত তাঁরা। নিদ্রাহীন রাত জেগে পর্যবেক্ষণ ও সেবা করে তুলেছেন রোগীদের যখন আমরা অসুস্থ থাকি। এই মহামারীর আমাদের শিক্ষা দিয়ে চিনতে শিখিয়েছে তাদের প্রয়োজনীয়তা। তারা না থাকলে তাঁদের মূল্যবান সহযোগিতা থেকে বঞ্চিত। হ্যাপি ইন্টারন্যাশনাল নার্স ডে। একই সঙ্গে তিনি এদিন তার টুইটারে ইন্টারন্যাশনাল নার্স ডে উপলক্ষে ছবি পরিবর্তন করেছেন। এদিন তিনি তিন নার্সের ছবি দিয়ে টুইটারে পোস্ট করেছেন। পাশাপাশি আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের পক্ষ থেকে এদিনের শ্রদ্ধা জ্ঞাপন করে টুইটে লিখেছেন, নীরব যোদ্ধা, যারা নিদ্রাহীন এবং ভয়হীন ভাবে সেবা করে চলেছেন। সানরাইজার হায়দরাবাদের পক্ষ থেকে আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
2021-05-12