পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার বিকেলে এবিষয়ে জেলা শাসক, পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তারা জেলার মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহকুমা হাসপাতাল, ব্লক হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন করবে।
এই টাস্ক ফোর্স চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থা মনিটরিং করবে, ডেঙ্গি রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেসব খতিয়ে দেখবে
এই জেলায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৪ জনের।
এদিকে ডেঙ্গি রোধে মানুষকে সচেতন করতে চন্দ্রকোনার পিনাকী দন্ডপাঠ সাইকেলে চড়ে মশার বেশে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালান।