আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির অফিসে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীন) প্রকল্পের অধীনে উন্মুক্ত জায়গায় শৌচকর্ম মুক্ত করার লক্ষ্যে দ্বিতীয় ধাপে প্রতি ঘরে শৌচাগার নির্মাণ, কঠিন ও তরল বর্জ্যের ব্যবস্থাপনা, প্লাস্টিক বর্জ্যের সুনির্দিষ্ট ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে জনসচেতনতার প্রচার ও প্রসারের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার ২১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অগ্রনী ভূমিকা নেওয়ার জন্য পাঁচটি গ্রামকে পুরষ্কৃত করা হলো।
এদের মধ্যে ষাঁড়পুর (ডেবরা ব্লক), রসকুন্ডু (গড়বেতা-৩ ব্লক), লক্ষ্মীপুর (চন্দ্রকোনা-১ ব্লক), ভগবন্তপুর-২ (চন্দ্রকোনা-২ ব্লক) এবং গোলাড় (কেশপুর ব্লক) এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি প্রতিভা মাইতি এবং অতিরিক্ত জেলাশাসক দ্বারা পুরস্কৃত করা হল।