গোটা বিশ্ব এবং দেশের সাথে পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়াতেও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবং নার্সিং কলেজে পালিত হল বিশ্ব নার্স দিবস। তবে এসবের মধ্যেও একেবারেই আলাদা ভাবে বিশ্ব নার্স দিবস দিনটি পালিত হলো অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামে।
আজ শুক্রবার পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলার সহায়তায় শহর থেকে প্রায় ৫০ কিমি দূরে বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত অযোধ্যার পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রাম বিড়ত্তপা, বামনী, জানকিবেরা, চুলাপানি ও ভিমজেরা গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি মহিলাদের সঙ্গে নার্স দিবস পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সেখানকার মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, সাবান ও নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ছোটো ছোটো বাচ্চাদের চকলেট, বিস্কুট উপহার দেওয়া হয়।
একইসঙ্গে আগামী দিনে যে কোনো সুবিধা অসুবিধার সময় গ্রামবাসীদের পাশে থাকার বার্তা দেন উপস্থিত সকলেই। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং সুপার সন্ধ্যা ভদ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখার্জি, আড়ষা মেডিকেলের কর্ণধার নারায়ণ চন্দ্র মাহাতো, সৌভিক মুখার্জি সহ অন্যান্য নার্সিং আধিকারিকরা।
১৮২০ সালের ১২ মে ইতালির এক অভিজাত পরিবারে জন্ম আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। ১৯৭৪ সাল থেকে তাঁর জন্মদিনটি ‘ইন্টারন্যাশনাল নার্সেস ডে’ অর্থাৎ বিশ্ব নার্স দিবস হিসাবে পালিত হয়ে আসছে গোটা বিশ্বজুড়ে।