মধ্যপ্রদেশের কমলা নেহরু হাসপাতালের শিশু বিভাগে আগুন। মৃত্যু হল তিন শিশুর। ওই তিন ‘গুরুতর অসুস্থ’ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অগ্নিকাণ্ডে শোকপ্রকাশের পাশাপাশি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যার দিকে ভোপালের হাসপাতালের তৃতীয় তলের শিশু বিভাগে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ১২ টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সেইসময় ওই বিভাগে কমপক্ষে ১৫০ শিশু ভরতি ছিল। তাদের দ্রুত অন্যান্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। স্থানান্তর করার ফলে কয়েকটি শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালের কয়েকজন কর্মীও আহত হন। তাঁদের হামিদিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। যা কমলা নেহরু হাসপাতালের চত্বরেই অবস্থিত।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিশুদের পরিজনরা। তাঁরা হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তাঁদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে ভোপালের (দক্ষিণ) পুলিশ সুপার বিজয় খাতরি বলেন, ‘আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কিন্তু তা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিবারের সদস্যরা যাতে সহযোগিতা করেন, সেই চেষ্টা করা হচ্ছে।’
তারইমধ্যে একাধিক টুইটবার্তায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশু বিভাগে আগুনের ঘটনা দুঃখজনক। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করবেন এসিএস (পাবলিক হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশন) মহম্মদ সুলেমান)।’ সেইসঙ্গে তিনি যোগ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিন শিশুর মৃত্যু হয়েছে। যারা গুরুতর অসুস্থ ছিল।’ আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।