ফের আগুন-আতঙ্ক দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ। সোমবার সকালে আগুন লাগে এইমস-এর জরুরি বিভাগে অপারেশন থিয়েটার সংলগ্ন একটি স্টোর রুমে। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৫.০৪ মিনিট নাগাদ ফোন করে জানানো হয়, এইমস-এর জরুরি বিভাগে অপারেশন থিয়েটার সংলগ্ন একটি স্টোর রুমে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট সাতটি ইঞ্জিন। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল ৫.১৫ মিনিট নাগাদ হৌজ খাস থানায় ফোন করে অগ্নিকাণ্ড সম্পর্কে জানানো হয়, এইমস-এ পৌঁছনোর পর দেখা যায় ক্যাজুয়ালটি এরিয়ার কাছে একটি রুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ) অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, “সমস্ত রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিভে যাওয়ার পর জরুরি বিভাগ ফের খুলে দেওয়া হয়। কী কারণে অগ্নিকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
2021-06-28