মধ্য কলকাতার মেছুয়ার বহুতলে অগ্নিকাণ্ড, মৃত এক, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আবার কলকাতায় অগ্নিকাণ্ড। মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির একটি বহুতলে মঙ্গলবার আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বহুতলটি মদন মোহন বর্মন স্ট্রিটের একটি হোটেল। আগুন লাগার সময় হোটেলের ভিতরে আবাসিকেরা ছিলেন। পুলিশ ও দমকলের পক্ষ থেকে বার বার মাইকে বলা হচ্ছে, তাঁরা যেন আতঙ্কিত হয়ে বহুতল থেকে নীচে ঝাঁপ না মারেন। কিন্তু তার মধ্যেই আনন্দ পাসোয়ান নামে এক জন আগুন থেকে নিজেকে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দেন। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন হোটেলের কার্নিশে চলে আসেন। দমকলের মই দিয়ে দু’জনকে নামানো হয়েছে। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী এই রাস্তাটি বেশ ঘিঞ্জি। যে বহুতলে আগুন লেগেছে তার আশেপাশে প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা থাকছে। মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থনে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.