Fire at NT1 Studio: টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কযেকটি স্টোর রুম

 টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে বিধ্বংসী আগুন। রবিবার ভোরে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে আগুন লাগার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় এলাকায়।

আগুনের লেলিহান শিখায়, ক্যান্টিন সহ বেশ কযেকটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে যায়। ক্যান্টিনের পাশেই থাকা দুটি বাইক পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আগুনের তাপ এতটাই ছিল যে আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। বাড়িতে থাকা অসুস্থদের বাইরে বের করে নিয়ে আসা হয়।

আগুন লাগার খবর পেয়ে স্টুডিও তে আসেন, হরনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘সবে এসেছি। যা শুনলাম কেউ আহত হয়েনি। তবে বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে’।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৫টা নাগাদ আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দমকল দেরিতে এসেছে বলেও অভিযোগ করা হয়েছে স্থানীয়দের তরফে।

দমকলের এক অফিসার বলেন, ‘কে কি বলছেন বলতে পারবো না। আগুন লাগার খবর পাওয়ার পরই আমরা আসি। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসে। এরপরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে আগুন লেগেছে, সেটা এখনই বলা সম্ভব নয়’।

অপর এক স্থানীয় বাসিন্দা জানান, তাঁদের বাড়ির সীমানা লাগোয়া দাহ্য পদার্থ বোঝাই গোডাউনের কারণে ক্ষতি হয়েছে আশেপাশের বাড়িগুলোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.