ইন্দোনেশিয়ার বৃহত্তম তৈল শোধনাগারে সোমবার সকালে ঘটল বড়সড় অগ্নিকাণ্ড। বিরাট এক বিস্ফোরণে ওই তৈল শোধনাগারে আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে। গোটা এলাকা কার্যত এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।ঘটনাটি ঘটেছে পশ্চিম জাভার বালোনগান শোধনাগারে। ঘটনাস্থলটি দেশের রাজধানী জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরে। এই তৈল শোধনাগারটি চালায় দেশের তেল সংস্থা পার্টামিনা। সোমবার সকালে হঠাৎই শোধনাগার থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়। তখনই বোঝা যায় আগুনের গ্রাসে চলে গিয়েছে ওই তৈল শোধনাগার। ঘটনায় ৫ জন গুরুতর জখম হয়েছে। ১৫ জন অল্প বিস্তর আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রায় ১ হাজার স্থানীয়কে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে জানানো হয়েছে বিস্ফোরণ ঘটার পর একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন।
2021-03-29