চরম হিন্দু বিরোধী ভাষণ দেওয়ার দায়ে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সার্জিল উসমানীর বিরুদ্ধে দায়ের হলো FIR। গতকাল ২রা ফেব্রুয়ারি, পুনে সিটি পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে।
তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছেন পুনের বিজেপির যুবমোর্চার সভাপতি প্রতাপ গৌড়া। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশপাশি একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। এছাড়াও, একই ঘটনায় পুলিশের পদক্ষেপ দাবি করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ।
গত ৩০ শে জানুয়ারি, পুনের গণেশ কলা ক্রীড়া মঞ্চে ‛এলগার পরিষদ’-এর উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের তামাম বামপন্থী লেখক-লেখিকা, মাওবাদীদের প্রতি সহানুভূতি সম্পন্ন বুদ্ধিজীবী, তথাকথিত লিবারেল, ইসলামিক কিছু ব্যক্তিও উপস্থিত ছিলেন। সেই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সার্জিল উসমানী। সেই সভায় তাঁর বক্তব্যের একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেশে মুসলিমদের হত্যা নিয়ে হিন্দু সমাজকে দায়ী করেছেন। তিনি এমনও মন্তব্য করেন যে, হিন্দু সমাজের লজ্জা হওয়া উচিত। আর তাঁর সেই বক্তব্য দেখার পরই ক্ষোভ ছড়ায় দেশজুড়ে। ওঠে গ্রেপ্তার করার দাবি।