হাঁসখালি গণধর্ষণে রাজ্য পুলিশ যে FIR করেছে তাতে রয়েছে নির্যাতিতা নাবালিকার বাবা ও দাদার নাম। সোমবার চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে সিবিআই। এদিন সিবিআইয়ের কাছে নিজের বয়ান রেকর্ড করাতে গিয়ে এই খবর জানতে পারেন নির্যাতিতার মা। স্বামী ও তাঁর এক আত্মীয়ের ছেলের নাম FIR-এ রয়েছে জেনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সোমবার হাঁসখালিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে বয়ান নথিভুক্ত করতে যান নির্যাতিতার মা। সেখানে তিনি জানতে পারেন, রাজ্য পুলিশ তাঁর স্বামী ও এক আত্মীয়ের ছেলের বিরুদ্ধে FIR করেছে। একথা শুনে ক্ষোভ উগরে দেন তিনি।
তবে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পদ্ধতি মেনেই নাবালিকার মায়ের বয়ানের ভিত্তিতে নাবালিকার বাবা ও তার এক তুতো দাদার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ৫ এপ্রিল সকালে দেহ সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন নাবালিকার বাবা। সেদিন যারা যারা শ্মশানে গিয়েছিলেন সবার বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছেন নির্যাতিতার বাবা ও দাদা দুজন।
কিন্তু পুলিশ কর্তাদের একাংশ জেলা পুলিশের এই যুক্তি মানতে রাজি নন। তাদের দাবি, অভিযোগ দায়ের করার সময় পুলিশের বোধ বুদ্ধি ব্যবহার করা উচিত। এক্ষেত্রে তা হয়নি বলেই মনে হচ্ছে। নাবালিকার দেহ কার্যত দখল করে সৎকার করেছে অভিযুক্তরা। ফলে চাইলেন তার ময়নাতদন্ত করাতে পারেননি বাবা। শেষে মেয়ের সৎকার দেখতে শ্মশানে হাজির হন তিনি। এক্ষেত্রে কী করে তাঁর বিরুদ্ধে অভিযোগ হতে পারে।
বিজেপির দাবি, নির্যাতিতার বাবার বিরুদ্ধে পুলিশের FIR দায়েরে স্পষ্ট হাঁসখালিতে নির্যাতিতার পরিবারকে ফাঁসানোর মতলবে ছিল রাজ্য সরকার। কিন্তু CBI তদন্তের নির্দেশ হওয়ায় সেই পরিকল্পনা বানচাল হয়ে গিয়েছে।